কচুয়ায় অন্ধ আশেক এলাহী দুই বছরে মুখস্ত করলেন পুরো কুরআন

–ছবি: মাদ্রাসার ওস্তাদদের সাথে দৃষ্টি প্রতিবন্ধী আশেক এলাহী।
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং ইউনিয়নের তেতৈয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আশেক এলাহী দুই বছরে শুনে শুনেই পুরো কুরআন মুখস্ত করেছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ১৭ বছর বয়সে এসে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
শৈশব থেকে কুরআন শিক্ষার সুযোগ না পাওয়া আশেক এলাহী, দারিদ্র্যের কারণে কুরআন শিক্ষা নিতে পারেননি। তবে দুই বছর পূর্বে তার বাবা আলী আশ্রাফ ও মা হোসনেয়ারা বেগম তাকে কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদরাসায় ভর্তি করেন। সেখানে কুরআন শিক্ষার সুযোগ পেয়ে মাদ্রাসার শিক্ষকদের কুরআন পড়া শুনে তিনি পুরো কুরআন মুখস্ত করেন।
এ বিষয়ে আশেক এলাহী জানান, “অন্ধ হওয়ার পরও আমি কখনো হাল ছাড়িনি। আল্লাহর রহমতে আজ আমি পুরো কুরআন মুখস্ত করতে পেরেছি।”
মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “আশেক এলাহী একজন দৃষ্টি প্রতিবন্ধী হলেও কুরআন শিক্ষায় তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সবাই তার জন্য সহযোগিতা করেছে এবং সে আজ কুরআন মুখস্ত করতে সক্ষম হয়েছে।”
হাফেজ মো. মোস্তফা বলেন, “আজকাল অনেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও কুরআন শেখার চেষ্টা করেন না। কিন্তু আশেক এলাহী তার ব্যতিক্রমী উদাহরণ। তার ইচ্ছা ও চেষ্টা প্রমাণ করে যে, কুরআন শিক্ষা সম্ভব।”
আশেক এলাহীর বাবা আলী আশ্রাফ ও মা হোসনেয়ারা বেগম জানিয়েছেন, “আমাদের অনেক স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানানোর। তবে দারিদ্র্য ও অন্ধ হওয়ার কারণে তা কিছুটা বিলম্বিত হয়েছিল। কিন্তু আজ আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের ছেলে আল্লাহর রহমতে পুরো কুরআন মুখস্ত করেছে।”
আশেক এলাহীর জন্য এটি এক বিশাল সাফল্য এবং তার ভবিষ্যত উজ্জ্বল হওয়ার প্রতীক।
–মো: মাসুদ মিয়া,কচুয়া
–ON/SMA