তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত

Friday, March 31, 2023

তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত

spot_img
Homeআন্তর্জাতিকআরাভকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু পুলিশের

আরাভকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু পুলিশের

- Advertisement -
Google search engine

পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি ও দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে হৃদয় ওরফে আপনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনজুর আহমেদ বলেন, ‘তাঁকে ফিরিয়ে আনতে আমরা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছি।’

রবিউল ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দপ্তরকে ১৩ মার্চ চিঠি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির সূত্র জানায়, ডিবির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. সাহিদুর রহমান এই চিঠি দেন পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবির সহকারী মহাপরিদর্শককে। চিঠিতে বলা হয়, পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান নিখোঁজের পর ২০১৮ সালের ৯ জুলাই সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তাঁর লাশ উদ্ধার হলে বনানী থানায় হত্যা মামলা করা হয়। রহমত উল্যাহ নামের একজনকে গ্রেপ্তারের পর জানা যায়, তাঁর সহযোগীরা মিলে পুলিশ পরিদর্শক মামুনকে খুন করেছেন। তদন্ত শেষে এ হত্যা মামলার অভিযোগপত্র দেয় ডিবি। এতে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে হৃদয় খানকেও অভিযুক্ত করা হয়।

ডিবির চিঠিতে বলা হয়, আরাভ খান বর্তমানে ভারতীয় পাসপোর্টধারী। ভারতের পাসপোর্টে তাঁর নাম আরাভ খান। পাসপোর্ট নম্বর ইউ ৪৯৮৫৩৮৯। ডিবি নিশ্চিত হয়েছে, এই আরাভ খানই রবিউল ইসলাম, তিনি পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় আরও ১২টি মামলা রয়েছে। সেসব মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে পরোয়ানা জারি হয়েছে। সে কারণে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। চিঠিতে ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করা হয়।

পুলিশ জানায়, ডিবির তদন্তে এখন পর্যন্ত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে খুন, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, প্রতারণা করে অর্থ আত্মসাৎ, চোরাই মালসহ গ্রেপ্তারের মতো ১২টি মামলার তথ্য রয়েছে। মামলাগুলো রয়েছে ঢাকা, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন থানায়।

জানতে চাইলে ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, রবিউলকে বিচারের মুখোমুখি করাতে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হয়েছে। ২০১৮ সালের ৮ জুলাই বনানীতে হত্যাকাণ্ডের শিকার হন পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান। পরদিন তাঁর লাশ গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। ওই মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান সম্প্রতি আলোচনায় আসেন দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামক একটি গয়নার দোকান উদ্বোধনে তারকাদের নিমন্ত্রণ জানিয়ে। গত বুধবার দোকানটির উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, ইউটিউবার হিরো আলম, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, গায়ক ইসরাত জাহান জুঁই, আরফিন আকাশ, মাইনুল আহসান নোবেল, জাহেদ পারভেজ পাবেল, বেলাল খান ও রুবেল খন্দকার।

ডিবির একটি সূত্র বলেছে, দুবাইয়ে অবস্থান করা রবিউল ওরফে আরাভ খান নাম পরিবর্তন করে ভারতীয় পাসপোর্ট দিয়ে বাংলাদেশেও ঘুরে গেছেন। তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামে। তবে জন্ম বাগেরহাটের চিতলমারীতে। তাঁর বাবা মতিয়ার রহমান মোল্লা চিতলমারীতে ফেরি করে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল বিক্রি করতেন। আশুতিয়া গ্রামে রবিউলকে সবাই সোহাগ মোল্লা হিসেবেই চেনেন।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

চালু হলো মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশন

রাজধানীর শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু করে মেট্রোরেলের প্রথম পর্বের ৯টি স্টেশনই চালু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া...

৫১ হাসপাতালে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ চালু

দেশের সরকারি হাসপাতালে ফি দিয়ে রোগীরা এখন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে বৈকালিক সেবা পাবেন। প্রাথমিকভাবে ৫১টি সরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার...

বাসন্তীর জালের মতো শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয় : প্রশ্ন তথ্যমন্ত্রীর

‘বাসন্তীকে জাল পরিয়ে বানোয়াট সংবাদ পরিবেশনের মতো একটি শিশুকে ১০ টাকা দিয়ে তার নাম ব্যবহার করে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়’...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর