মাসুদ সাঈদীর উদ্যোগে পিরোজপুরে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার

তুরস্কের দাতা সংস্থা ইসলামিক এইডের সহযোগিতায় পিরোজপুর সদর উপজেলা ও পৌরসভার পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় তাফহীমুল কোরআন আলিয়া মাদ্রাসার মিলনায়তনে (আল্লামা সাঈদী ফাউন্ডেশন) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, অধ্যক্ষ জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী সম্পাদক ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান ও জেলা সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে সমাজে বৈষম্য ও অভাব থাকবে না। অবিচার ও অনাচার বন্ধ হবে এবং সাম্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানুষ জীবনযাপন করতে পারবে।’ তারা সকলকে ইসলামের পথে চলার ও আল্লাহর নির্দেশ অনুসরণের আহ্বান জানান।
বক্তব্য শেষে পূর্ব থেকে নির্বাচিত প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
–মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA