নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া বা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন। শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন, ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা চৌরঙ্গী মোড়ের চারদিকের সড়কে ব্যারিকেড তৈরি করে প্রতিবাদ জানান। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মাহাবুব উর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়ার পরিবর্তে নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র করছে। তারা বলেন, নীলফামারীর জনগণ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবেন না।
নীলফামারী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে সাম্প্রতিক বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, দেশের কিছু সরকারি মেডিকেল কলেজ বন্ধের আলোচনা চলছে, যেখানে আমাদের প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত। কিন্তু নীলফামারী মেডিকেল কলেজ কোনোভাবেই মানহীন তালিকায় আসতে পারে না।’
নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে জেলা বিএনপির সহসভাপতি মাহাবুব উর রহমান বলেন, ‘এমন সিদ্ধান্ত নেওয়া হলে সেদিন থেকে নীলফামারী জেলা ব্লকেড ঘোষণা করে অচল করে দেওয়া হবে।’
এর আগে একই দাবিতে গত ৬ মার্চ শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
–মোঃ রাকিবুল হাসান, নীলফামারী
–ON/SMA