গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে ৩৬ লাখ টাকা জব্দ

নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় এ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রকৌশলী ছাবিউল ইসলামকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে পুলিশের চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ব্যাক ডালায় বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গাড়িসহ টাকা জব্দ করে।
প্রকৌশলী ছাবিউল ইসলাম প্রাথমিকভাবে পুলিশকে জানান, তার কাছে জমি বিক্রির ৩০ লাখ টাকা রয়েছে। তবে গণনার পর আরও ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়, যা নিয়ে পুলিশ সন্দেহ প্রকাশ করে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম বলেন, ‘গাইবান্ধা থেকে আসা একটি প্রাইভেটকার রাজশাহীর দিকে যাচ্ছিল। বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে গাড়িটি তল্লাশি করা হয়। এতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরে সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় থানা পুলিশের উপস্থিতিতে টাকা জব্দ করা হয়। প্রকৌশলী দাবি করেছেন, এটি জমি বিক্রির টাকা। বিষয়টি যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম বলেন, ‘আমি গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। আমার কাছে থাকা টাকা জমি বিক্রির বৈধ অর্থ, যা রাজশাহীতে নিয়ে যাচ্ছিলাম।’
— জোবাইদুর রহমান (সাগর), নাটোর
–ON/SMA