শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে সুনামগঞ্জে মৌন মিছিল

শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে সুনামগঞ্জে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেল ৪টায় ন্যাশনাল চিলড্রেন’স ট্রাকফোর্স (এনসিটিএফ), সুনামগঞ্জের আয়োজনে এই মিছিল বের হয়। জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তব্য রাখেন এনসিটিএফ সুনামগঞ্জ জেলার সভাপতি শেখ উম্মে মহুয়া, সহ-সভাপতি নাজমুস সালেহীন ফাইয়াজ, শিশু গবেষক ফাইজা মেহজাবিন ফিমা, চাল পার্লামেন্টের সাবেক সদস্য তাজকির হক তাজিন ও প্রিয়াঙ্কা কর প্রিয়া।
মৌন মিছিলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেন, যারা শিশু নির্যাতনের বিরুদ্ধে তাদের সংহতি প্রকাশ করেন।
–জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
–ON/SMA