শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সজিবকে দল থেকে বহিষ্কার করল যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক টি হায়দার সজিবকে জাতীয় নাগরিক কমিটিতে থাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব মো. আনিসুর রহমান খান এ সিদ্ধান্ত জানিয়ে রমজানুল মোরশেদ (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করেন।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দল থেকে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।’
ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন জানান, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সততা প্রমাণিত হওয়ায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যদি পরবর্তীতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে।’
–মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA