মাদারীপুর জেলা শ্রমিক দলের তিন নেতার বিরুদ্ধে নতুন ভারপ্রাপ্ত কমিটি গঠন

মাদারীপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কমিটি বাণিজ্য ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসনের অভিযোগে নতুন ভারপ্রাপ্ত কমিটি গঠন করা হয়েছে।
বিসিক শিল্প নগরীতে শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান চৌকিদার। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাদারীপুর শাখার সভাপতি আলাউদ্দিন নপ্তি, সাধারণ সম্পাদক আক্তার হোসেন আকমল খাঁন ও সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার নির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়া সংগঠনের বিভিন্ন ইউনিটে কমিটি গঠন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন, অর্থ বাণিজ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ ক্ষমতার অপব্যবহার করেছেন।”
তিনি আরও বলেন, “এ কারণে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম (শামীম) সভাপতিত্বে ৭১ সদস্যের মধ্যে ৫৬ জন সদস্য উপস্থিত থেকে কন্ঠ ভোটে সমর্থন দিয়ে তাকে ভারপ্রাপ্ত সভাপতি এবং মো. দিপু মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।”
এ সময় সংবাদ সম্মেলনে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
–ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
–ON/SMA