নওগাঁর নির্মইলে জামায়াতের ইফতার মাহফিল ও ইউপি সদস্য পদপ্রার্থীদের নাম ঘোষণা

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্য পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জামায়াত মনোনীত (পত্নীতলা-ধামুরহাট) নওগাঁ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী মো. এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের নির্মইল ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. আবদুস সুবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী নির্মইল ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হলো।’ এছাড়া তিনি নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নির্মইল ইউনিয়নের কেয়ারটেকার মাওলানা মো. হারুনুর রশিদ, শিহাড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আমানুল্লাহ, নির্মইল ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ও ব্যবসায়ী মো. উজ্জ্বল হোসেন, শিহাড়া ইউনিয়নের জামায়াত নেতা আইয়ুব আলী, জামায়াত নেতা তাজেমুলসহ অনেকে।
–আবু জাফর, পত্নীতলা
–ON/SMA