নড়িয়ায় ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো বন্ধু মহল স্মৃতি সংসদ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় ২০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর এলাকায় বন্ধু মহল স্মৃতি সংসদের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে দেওয়া ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল তেল, ডাল, চিনি, ছোলা, মুড়ি, ইসবগুলের ভুষি এবং অন্যান্য খাদ্য সামগ্রী।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘড়িষার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য নান্নু চৌকিদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাঝী এবং সুরেশ্বর বন্ধু মহল স্মৃতি সংসদের সদস্যরা। এদের মধ্যে ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক সুমন খান, দপ্তর সম্পাদক দূর্জয় মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদ মৃধা, ত্রাণ বিষয়ক সম্পাদক নিরব মৃধা, ক্রীড়া বিষয়ক সম্পাদক আকাশ মাঝী, সহ-ক্রিয়া সম্পাদক সাব্বির ছৈয়াল, সদস্য রাকিব বেপারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই উদ্যোগে আর্থিক সহায়তা করেছেন রাসেল মৃধা, হাসান বাবুর্চি, রফিক কাজী, সুকুম মুন্সী, সুমন খান, বিল্লাল মৃধা, সুজন কাজী, সোহেল মাঝি, নিরব মুন্সি, নজরুল ইসলাম, জসিম মৃধা, হাজী মোঃ মুনসুর খান, আব্দুর রহমান, সোহাগ, আক্তার, মাসুম চর্কি, শাহিন মাঝী, মনির মাঝী, মোঃ এরশাদ, খোকন মালত, তুহিনসহ আরও অনেকে।
সংগঠনের সদস্যরা বলেন, ‘আমরা আমাদের সাধ্য অনুযায়ী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাব। আমাদের ইচ্ছে আছে পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
–মোঃ জামাল হোসেন, নড়িয়া
–N/SMA