বেঙ্গল কিং তরমুজ চাষে পটুয়াখালীর কৃষকদের ভাগ্য বদল

পটুয়াখালী জেলার গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় বেঙ্গল কিং তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন এই তরমুজ চাষের প্রতি তাদের আগ্রহ বাড়ছে। এ বছর বাম্পার ফলনের কারণে কৃষকরা ভালো দামে তরমুজ বিক্রি করতে পারছেন, যা তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হচ্ছে।
বৃহস্পতিবার চর কাজল এলাকায় “মাঠ দিবস” উপলক্ষে শতাধিক তরমুজ চাষিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বেঙ্গল কিং তরমুজের সফল চাষাবাদ নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন সিনজেনটা লিমিটেড বাংলাদেশ কোম্পানির প্রতিনিধিরা। তারা জানান, দীর্ঘ গবেষণার পর বাজারে আনা এই বীজ কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক।
স্থানীয় কৃষক রহমান মিয়া বলেন, ‘এ বছর আমি ৩ একর জমিতে তরমুজ চাষ করেছি। খরচের তুলনায় বেশ ভালো লাভ হচ্ছে। প্রতি মণ তরমুজ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়।’
বাজারে তরমুজের চাহিদা তুঙ্গে থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজেই বিক্রি করতে পারছেন। স্থানীয় ও পাইকারি বাজারে টাটকা ও সুস্বাদু তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। তবে কৃষকরা মনে করেন, সঠিক বাজার ব্যবস্থাপনা ও উন্নত পরিবহন ব্যবস্থা থাকলে তারা আরও বেশি লাভবান হতে পারতেন।
সিনিয়র টেরিটোরি অফিসার জামিল বলেন, ‘দীর্ঘ সময়ের গবেষণার পর আমরা পটুয়াখালীর কৃষকদের জন্য বেঙ্গল কিং তরমুজের বীজ বাজারে এনেছি। এটি খুবই লাভজনক একটি জাত। এ বছর যারা এটি চাষ করেছেন, তারা ব্যাপক সফলতা পেয়েছেন।’
–মাহমুদ হাসান রায়হান, পটুয়াখালী
–ON/SMA