নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেপ্তার

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আফতাব উদ্দিন সরকার ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যার মামলার আসামি। এছাড়া, বিগত ১৬ বছরে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আফতাব উদ্দিন সরকার ২০১৪ ও ২০১৮ সালে পরপর দুবার আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’
–রাকিবুল হাসান, নীলফামারী
–ON/SMA