কচুয়ায় টিসিবির পণ্য বিতরণ, স্বল্পমূল্যে উপকারভোগীরা পেলেন পণ্য

ছবি: পালাখাল মডেল ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করছেন ট্যাগ অফিসারসহ অন্যান্যরা।
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ওই ইউনিয়নের ৭২২ জন কার্ডধারীর মধ্যে ৩৫০ জনের মাঝে পণ্যগুলো বিতরণ করা হয়। ৩৯০ টাকায় ১ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ২ লিটর সয়াবিন তৈল প্রদান করা হয়।
এ সময় ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. মাসুদুর রহমান, ইউনিয়ন সচিব মৃনাল কান্তি পোদ্দার, ডিলার ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বল্পমূল্যে টিসিবির পণ্য পাওয়ায় উপকারভোগীরা খুশি।
–মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA