ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে পুলিশ ও বাস মালিকদের মধ্যে মতবিনিময় সভা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে। আজ ৫ই মার্চ সকাল ১০টায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এ সভায় রংপুর বিভাগের বিভিন্ন আন্তজেলা ও দূরপাল্লা বাস কোম্পানির লাইন ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
এনেস, এসআর, হানিফ, শ্যামলী, নাবিল, শান্তি, আহনাফ, ডিপজল, গোল্ডেন লাইন, সেন্টমার্টিন, সৌখিনসহ বিভিন্ন বাস কোম্পানির প্রতিনিধিরা সভায় অংশ নেন। এছাড়া, ট্রাক মালিক সমিতি, মোটরযান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বাস মালিক ও লাইন ম্যানেজারদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, সড়ক দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ এবং দূরপাল্লার বাসে দুইজন চালক রাখার বিষয়ে আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ঈদের সময়ে অতিরিক্ত ভাড়া আদায় না করার অনুরোধ করছি।’
মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সুপার আরও বলেন, ‘যেখানে-সেখানে যাত্রী ওঠানো বন্ধ করা, সন্দেহভাজন যাত্রীদের বিষয়ে হাইওয়ে পুলিশকে অবহিত করা এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাসে ভিডিও নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হবে।’
সভায় ছাত্র প্রতিনিধি ও লাইন ম্যানেজাররা ঈদ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানান। পুলিশ সুপার আশ্বস্ত করেন যে, ‘গোবিন্দগঞ্জ, বড়দরগা ও তারাগঞ্জ এলাকায় অতিরিক্ত ট্রাফিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পরিশেষে পুলিশ সুপার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন।
–মাসুম পারভেজ, সাদুল্লাপুর, গাইবান্ধা।
–ON/SMA