জুলাই বিপ্লবে আহত সুজনের করুণ জীবনযাপন, সাহায্যের আবেদন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আকালু গ্রামের সুজন (৪৪) জুলাই বিপ্লবে আহত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। জীবিকার তাগিদে ঢাকায় সিএনজি চালিত অটোরিকশা চালাতেন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে জুলাই মাসে এক রাজনৈতিক সহিংসতায় তিনি গুরুতর আহত হন এবং তার শরীরে প্রায় ৩০০ স্প্রিন্টার বিদ্ধ হয়।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি শয্যাশায়ী, ফলে পরিবারের উপার্জনের একমাত্র উৎস বন্ধ হয়ে গেছে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না, ঘরে নিয়মিত রান্না হয় না, আত্মীয়-স্বজনের সহযোগিতায় কোনোমতে দিন কাটাচ্ছেন। পক্ষাঘাতগ্রস্ত মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে এবং তিন সন্তানের পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম।
সুজন বলেন, ‘শরীরে ৩০০ স্প্রিন্টার নিয়ে কিভাবে বেঁচে আছি, তা আল্লাহ পাক ভালো জানেন। প্রায় সাত মাস হয়ে গেলো, জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। চিকিৎসা তো দূরের কথা, খেয়ে না খেয়ে যে পরিবার নিয়ে কোনোমতে দিন পার করছি, দেখার কেউ নেই বললেই চলে।’ এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সুস্থ জীবনে ফিরে আসার আশায় তিনি সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
–সাজেদুল ইসলাম, ভূঞাপুর
–ON/SMA