মাদারীপুরে মানবপাচারের ফাঁদে পড়ে নিখোঁজ যুবক, পরিবার নিঃস্ব

মাদারীপুরের রাজৈর উপজেলার ঈসবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের শওকত হোসেন মোল্লার ছেলে রবিন মোল্লা (১৯) লিবিয়া হয়ে ইতালি যাওয়ার আশায় দালালের খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের দাবি জানিয়েছে পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের আরুয়াকান্দি গ্রামের অনাদি মল্লিকের ছেলে অসিম মল্লিক (৩৭) এর মাধ্যমে ১৪ লাখ টাকার চুক্তিতে রবিনকে লিবিয়া পাঠানো হয়। লিবিয়ায় পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয় এবং সেই নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ১৪ লাখ টাকা দাবি করা হয়। পরিবারের সদস্যরা রবিনকে বাঁচাতে মোট ২৮ লাখ টাকা দালাল অসিম মল্লিককে দেন। এরপর ছয় মাস ধরে রবিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
রবিনের ভাই রাসেদ মোল্লা বলেন, ‘আমরা রবিনকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর জন্য অসিম মল্লিকের সঙ্গে ১৪ লাখ টাকার চুক্তি করেছিলাম। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে ভাইকে উদ্ধারের জন্য আরও ১৪ লাখ টাকা দেওয়া হলেও এখনো তার কোনো সন্ধান মিলছে না। আমরা সরকারের কাছে আমার ভাইকে উদ্ধারের দাবি জানাচ্ছি এবং দালালের বিচার চাই।’
এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদি বলেন, ‘আমরা মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। প্রতিটি মামলার তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
–ইসমাইল খান, মাদারীপুর
–ON/SMA