সরকারি গাছ কেটে রাতের আঁধারে সরানোর অভিযোগ রিতা আক্তারের বিরুদ্ধে

নড়িয়া উপজেলার কদমতলা বাজারে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা রিতা আক্তারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভূমখাড়া ইউনিয়নের কদমতলা এলাকায় সড়কের পাশের একটি চাম্বল গাছ কেটে নেয়া হয়েছে, যার বয়স আনুমানিক ৪০ বছর এবং বাজার মূল্য প্রায় ৬০-৭০ হাজার টাকা।
এ বিষয়ে রিতা আক্তার দাবি করেন, তিনি উপজেলা বন বিভাগের কেরানি ফায়েউজ্জামান থেকে মৌখিক অনুমতি নিয়েছেন। তবে কেরানি ফায়েউজ্জামান এই দাবি অস্বীকার করে বলেন, ‘আমি গাছ কাটার বিষয়ে কিছুই জানি না।’
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কর্মকর্তারা গাছ কাটতে নিষেধ করলেও রাতের আঁধারে শ্রমিক লাগিয়ে গাছটি কেটে ফেলা হয়।
বন আইনের বিধান অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া গাছ কাটার অপরাধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। স্থানীয়রা এই বিষয়ে দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমার জানা নেই, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
–মোঃ জামাল হোসেন,নড়িয়া (শরীয়তপুর)
–ON/SMA