হাজীগঞ্জে বিএনপি কর্মীর বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

–আইনজীবী মোঃ আব্দুর রহিম ও ভুক্তভোগী রাসেল মিয়া
চাঁদপুরের হাজীগঞ্জে আওয়ামী আইনজীবী মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে এক বিএনপি কর্মীর বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের খলিল বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী রাসেল মিয়া ও তার স্ত্রী শাহিনা বেগম।
রাসেল মিয়া অভিযোগ করে বলেন, ‘শনিবার আমি বাড়িতে ছিলাম না। পরে শুনলাম আমার স্ত্রী ও মায়ের ওপর হামলা হয়েছে। বাড়িতে এসে দেখি ঘরের জিনিসপত্র লুট করা হয়েছে। আমার স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে এলাকার মানুষের কথা ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সম্পর্কে নিশ্চিত হই।’
তিনি আরও বলেন, ‘আমি বিএনপির একজন সক্রিয় কর্মী, যার কারণে গত ১৭ বছর ধরে আমরা নির্যাতনের শিকার হয়ে আসছি। আইনজীবী মোঃ আব্দুর রহিম, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের আত্মীয় পরিচয় দেন, তিনি আমাদের বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। ২০২১ সালে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়, তখন আমার মাকে কোপ দিলে তিনি প্রাণ বাঁচাতে গিয়ে হাতের তিনটি আঙুল হারান।’
ওই হামলার ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা হয় (জিআর নং-১৩০/২০২১), তবে এখনো ন্যায়বিচার পাননি বলে জানান রাসেল।
সাম্প্রতিক হামলার বিষয়ে রাসেল বলেন, ‘গত শনিবার দুপুর দেড়টার দিকে আইনজীবী আব্দুর রহিমের নেতৃত্বে ২০-২৫ জন আমাদের বাড়িতে হামলা চালায়। তারা আমার স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করে এবং ঘর থেকে ৭ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।’
ভুক্তভোগী পরিবার আরও জানান, অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ আব্দুর রহিম, হাবিবুর রহমান খোকন, আলম মিয়া ও তার ছেলে নূর শাফিসহ আরও ২০-২৫ জন। সবাই একই গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী মোঃ আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের ৭০ বছরের দখলীকৃত সম্পত্তিতে তারা গাছ লাগিয়েছে। তাই আমরা সেটি পরিষ্কার করেছি। এর বেশি কিছু হয়নি।’
আইনগত ব্যবস্থা না নিয়ে এভাবে গাছ কাটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আইনগত ব্যবস্থা নিলে রাসেল হয়রানির শিকার হতো, তাই তা নেওয়া হয়নি।’
অন্য অভিযুক্ত আলম মিয়া বলেন, ‘মনের কষ্টে আমি বেগুন গাছ আর জাল কেটে দিয়েছি। এর বেশি কিছু হয়নি। অভিযোগগুলো ভিত্তিহীন।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোঃ মহিউদ্দিন ফারুক বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
–মোঃ আব্দুর রহমান সানি, হাজীগঞ্জ
–ON/SMA