জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে জলঢাকার আবু সাঈদ লিয়ন

জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। রোববার (২ মার্চ) ভোররাতে দলের সদস্যসচিব আখতার হোসেন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি অনুমোদিত হয়েছে।
দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা সারজিস আলম। তার সঙ্গে যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল্লাহ হায়দার, আলী নাছের খান, সাকিব মাহদী, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, আসাদুল্লাহ আল গালিব, হানিফ খান সজীব এবং নীলফামারীর জলঢাকার আবু সাঈদ লিয়ন।
আবু সাঈদ লিয়নের গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রামে। তাকে যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়ায় জলঢাকায় আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে।
–মাজেদুল ইসলাম স্বপন. নীলফামারী
–ON/SMA