তেঁতুলিয়ায় ডাকাতি: হাইওয়ে ও জেলা পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সংঘটিত ডাকাতির ঘটনায় হাইওয়ে ও জেলা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
ডাকাতির ঘটনা
গত ২ মার্চ ২০২৫, রাত ১টা ৫ মিনিটে তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর গ্রামে মো. বেলায়েত হোসেনের বাড়িতে একদল সংঘবদ্ধ ডাকাত প্রবেশ করে। তারা শয়নকক্ষে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির তালা ভেঙে ৪০,০০০ টাকা ও ২.৫ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে তারা বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
পরিবারের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে তেঁতুলিয়া থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করে।
পুলিশের অভিযান ও গ্রেফতার
হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়ন ও জেলা পুলিশের সমন্বিত অভিযানে রাতভর অভিযান চালানো হয়। প্রথমে ভজনপুর বাজারে ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ সনাক্ত করে চালকসহ সেটি আটক করা হয়। এরপর মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে আরও চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের পরিচয়:
১। মো. আনোয়ার হোসেন (৪১), পিকআপ চালক, মিঠাপুকুর, রংপুর। ২। মো. তহিদুল ইসলাম (৪০), নবাবগঞ্জ, দিনাজপুর। ৩। মো. শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ, রংপুর। ৪। মো. হাসানুর (৪০), পীরগঞ্জ, রংপুর। ৫। মো. আয়নাল (৩৮), পীরগঞ্জ, রংপুর।
উদ্ধারকৃত মালামাল:
- নগদ ১২,৫০০ টাকা।
- ২.৫ ভরি স্বর্ণালংকার (০৩ জোড়া দুল, ০১ জোড়া রুলি)।
- ০১ জোড়া রুপার রুলি।
- ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ (নম্বর: ঢাকা মেট্রো-ন-২৩-১৪২৩)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় ডাকাতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
এ ঘটনায় পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম।
–মাসুম পারভেজ, পঞ্চগড়
–ON/SMA