ভূঞাপুরে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. আমিরুল ইসলাম। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাজমূল হাসান, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিঞা, অধ্যাপক এসএম জাহিদুল ইসলাম (ইব্রাহীম খাঁ সরকারি কলেজ)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।
এদিন সকালেই র্যালিটি উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাচন অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক অধিকার চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন।
–সাজেদুল ইসলাম, ভূঞাপুর
–ON/SMA