পিরোজপুরে এলজিইডির হাজার কোটি টাকার দুর্নীতি: তথ্য চাইতে গিয়ে হুমকির মুখে সাংবাদিকরা

পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়ে তথ্য চাওয়ায় ইন্দুরকানীতে সাংবাদিকদের লাঠিপেটার হুমকি দিয়েছেন উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন। এই ঘটনার প্রতিবাদে রবিবার ইন্দুরকানীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) পিরোজপুরের ইন্দুরকানীতে আসে এবং এলজিইডির দুর্নীতি তদন্ত করে। এ সময় উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন তাদের সঙ্গে ছিলেন।
এরপর গত বৃহস্পতিবার দৈনিক মানব কণ্ঠের এক সাংবাদিক উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে দুদকের তদন্তের বিষয়ে জানতে চাইলে লায়লা মিথুন তথ্য না দিয়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের ‘ডান্ডার বাড়ি’ দেওয়ার হুমকি দেন।
এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ইন্দুরকানী প্রেসক্লাবের সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুরে এলজিইডির প্রায় ১৭শ কোটি টাকা লোপাটের প্রকল্পের অংশ ইন্দুরকানীতেও রয়েছে। ২০২০ সাল থেকে ইন্দুরকানীতে দায়িত্বে থাকা লায়লা মিথুন গত পাঁচ বছরে ইফতি ট্রেডার্সের দুর্নীতিতে সহযোগিতা করেছেন।
বক্তারা আরও বলেন, ‘আমরা দাবি জানাই, আওয়ামী সরকারের দোসর উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় শাস্তির আওতায় আনা হোক।’
মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, এম. আহসানুল ছগির, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, আল আমিন হোসেন, মোঃ নাসির উদ্দিন, রাকিবুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
–মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA