রমজানে অসহায়দের পাশে যুবদল নেতা: হাসপাতালের সামনে বিনামূল্যে সেহরি

পটুয়াখালী সদর হাসপাতালে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের স্বজনদের জন্য পবিত্র রমজান মাসজুড়ে সেহরির বিশেষ ব্যবস্থা করেছেন পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ মানুষের জন্য বিনামূল্যে সেহরির এই আয়োজন করা হচ্ছে।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভ্যানগাড়িতে করে ভাত, ডাল, মুরগির তরকারি নিয়ে আসা হয় হাসপাতালের গেটের সামনে। রাতের আঁধারে অসহায় ও দূর-দূরান্ত থেকে আসা রোগীদের স্বজনরা এই খাবার পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
এ প্রসঙ্গে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের স্বজনরা অনেক সময় রাতে খাবার না পেয়ে কষ্ট করেন। দোকানপাট বন্ধ থাকায় সেহরির সময় তারা বিপাকে পড়েন। সেই ভাবনা থেকেই আমরা এই আয়োজন করেছি। ইনশাআল্লাহ, পুরো রমজান মাসজুড়ে আমাদের এই কার্যক্রম চলবে।’
সেহরির এই আয়োজনের প্রশংসা করেছেন রোগীদের স্বজনরাও। ছোট বিঘাই থেকে আসা সেলিম মিয়া বলেন, ‘আমি হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলাম, সব দোকান বন্ধ। ভাবছিলাম, আজকে সেহরি কী খাব? এমন সময় দেখি খাবারের ভ্যান। তারা আমাকে সেহরির খাবার দেয়। আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। এই উদ্যোগটি পুরো রমজান মাসজুড়ে চলুক—এই দোয়া করি।’
কমলাপুর ইউনিয়নের সেলিনা আক্তার বলেন, ‘আমি ঘুমের মধ্যে ছিলাম, তারা ডেকে জানায় সেহরির খাবারের ব্যবস্থা হয়েছে। এই খাবার পেয়ে আমি খুবই আনন্দিত ও চিন্তামুক্ত হয়েছি।’
পবিত্র রমজান মাসে এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও তার টিম যে ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়েছেন, তা সকলের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে। এই উদ্যোগ যেন পুরো মাসজুড়ে সফলভাবে চলমান থাকে—সেই কামনা করছেন রোগীদের স্বজনরা।
–মাহমুদ হাসান রায়হান, পটুয়াখালী
–ON/SMA