কচুয়ায় ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশন এলাকার সুবিধাবঞ্চিত গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। শনিবার বিকেলে ফাউন্ডেশনের কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি বছর এই ফাউন্ডেশন দরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কালাম সরকার, ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান সুমন, ক্যাশিয়ার মো. ফরিদ হোসেন, সদস্য লোকমান হোসেন, শাওন, ফারহান আহমেদ শাওন, শেখ ফরিদ, আব্দুল্লাহ, নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া, দ্বীনের আলো সংগঠনের সভাপতি আব্দুল হামিদ এবং মানব কল্যাণ সংগঠনের ক্যাশিয়ার মো. সাকিব-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
–মো. মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA