উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার: ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় পরিবেশের ক্ষতি হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উলিপুরের বাকারায় মধুপুর এলাকায় মেসার্স জে এম এইচ ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে এই শাস্তি প্রদান করা হয়। একইসঙ্গে, ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারকার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
সহকারী পরিচালক রেজাউল করিম জানান, ‘পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’
–জাহিদ খান, কুড়িগ্রাম
–ON/SMA