লিচু চাষে লাভবান হতে কাপাসিয়ায় কৃষকদের প্রশিক্ষণ

গাজীপুরের কাপাসিয়ায় অর্থকরী ফল লিচুর পঁচা রোগ দমনে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ তারিখ) বরুন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সিনজেনটা কোম্পানির উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫০ জন কৃষক অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রিজিওনাল ম্যানেজার খালেদুর রহমান। প্রশিক্ষকরা জানান, লিচু একটি লাভজনক ফসল হলেও অনেক কৃষক সঠিক সময়ে রোগের চিকিৎসা না করার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তারা বলেন, লিচুর বিভিন্ন রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে— ফল পোকায় ছিদ্র করা, ফলে কালচে ভাব হয়ে পঁচে যাওয়া, ফল ফেটে যাওয়া এবং লিচু গাছের পাতা কুঁচকে শুকিয়ে ছোট হয়ে যাওয়া। এসব রোগ দমনে সিনজেনটা কোম্পানি বেশ কয়েকটি প্রতিষেধক ওষুধ বাজারে এনেছে।
রোগ দমনের জন্য বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দেন:
১. লিচুতে মুকুল আসার আগে ‘জ্যাজ’, ‘রিডোমিল গোল্ড’ ও ‘ক্যারাটে’ একত্রে স্প্রে করতে হবে।
২. মুকুল থাকা অবস্থায় ‘জ্যাজ’ ও ‘ভারটিমেক’ একত্রে স্প্রে করতে হবে।
৩. মটর দানা অবস্থায় ‘এমিস্টার টপ’, ‘ক্যারাটে’ ও ‘ওয়ারলেস’ একত্রে স্প্রে করতে হবে।
৪. মার্বেল দানার মতো অবস্থায় ‘এমিস্টার টপ’, ‘ভিরতাকো’ ও ‘ভলিউম ফ্লেক্সি’ বা ‘অলিকা’ দিয়ে স্প্রে করতে হবে।
৫. মার্বেল দানার সময় ‘প্রোটোজিম’ স্প্রে করতে হবে।
প্রশিক্ষণে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনজেনটা কোম্পানির টেরিটরি অফিসার মতিউর রহমান। এছাড়া ট্রেনিং ম্যানেজার মো. আলিম, সেলস প্রমোশন অফিসার তৌহিদুল ইসলাম ও সানি এবং কাপাসিয়া উপজেলার পরিবেশক মের্সাস জাহিদ এন্টারপ্রাইজের মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
–সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া
–ON/SMA