মধুপুরে ট্রাক-ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুরের গোলাবাড়ী এলাকায় ট্রাক, ভ্যান ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের মৃত শুইখা জোয়ার্দারের ছেলে গফুর (৫৫)। আহতরা হলেন—টেংরী এলাকার সোলাইমানের ছেলে রনী (২৩), পচিশা এলাকার আন্তাজ আলীর ছেলে জামাল (২৮), পিরোজপুর এলাকার খোরশেদ আলীর ছেলে রুহুল আমিন (২৩) এবং ইদিলপুর এলাকার সুমী আক্তার (১৮)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহতদের মধ্যে রনী ও রুহুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
–জুয়েল রানা, মধুপুর
–ON/SMA