‘দুর্নীতি মুক্ত দেশ গড়তে জীবন দিতে প্রস্তুত’ – জামায়াত আমির শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের সকল স্তরে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব দূর করতে হবে। দুর্নীতি মুক্ত দেশ গড়তে জীবন দিতেও প্রস্তুত আছি।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন নয়। এখনো ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম ও ভুয়া নাম রয়েছে। এগুলো সংস্কার করে প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
বুধবার (২৮ ফেব্রুয়ারি) নীলফামারীর ডোমার উপজেলা মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির আরও বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে অনেক মেম্বার-চেয়ারম্যানও পালিয়ে গেছেন। প্রশাসন দিয়ে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। দেশের মানুষের সেবা নিশ্চিত করতে হলে আগে স্থানীয় নির্বাচন করতে হবে।’
তিনি বলেন, ‘কোরআনের আইন অনুযায়ী একজন মুসলমান যে সুবিধা পাবে, হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য ধর্মের নাগরিকরাও সমান সুবিধা পাবেন। দেশ এখনো দুর্নীতিমুক্ত হয়নি। আগের চাঁদাবাজরা চলে গেছে, কিন্তু তাদের জায়গায় নতুনরা এসেছে মাত্র। তাই আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেখানে চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্ব থাকবে, সেখানেই আমাদের লড়াই।’
নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়েরা সমঅধিকার পাবেন। পাশাপাশি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা ১৮ কোটি মানুষের মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ গড়তে চাই।’
ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার মো. আহমাদুল হক মানিকের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মাদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমির মাওলানা আব্দুস সাত্তারসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
–রাকিবুল হাসান, নীলফামারীর
–ON/SMA