ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন

মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমিতে নির্মিত ৭টি অবৈধ দোকান উচ্ছেদ করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় একদল প্রভাবশালী মহল ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করেছিল। বিষয়টি জানার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোকানগুলো ভেঙে দেয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বালিগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. কবির হোসেন, ডাসার থানা পুলিশ, আনসার সদস্য, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন, ‘ভাঙ্গা ব্রিজ এলাকায় সরকারি ১/১ খতিয়ানের তফসিলভুক্ত খাস সম্পত্তিতে একদল প্রভাবশালী অবৈধভাবে ৭টি দোকান নির্মাণ করেছিল। বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত অভিযান চালিয়ে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করেছি এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
–মোঃ ইসমাইল খান হৃদয় , মাদারীপুর
–ON/SMA