ফরম পূরণের টাকা আত্মসাৎ: ছাত্রদল নেতা আটক

ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আকাশকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ (সোমবার) দুপুরে কলেজের বিজয় ২৪ হলে শিক্ষার্থীরা তাকে আটক করে হোস্টেলে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, আকাশ কলেজের প্রায় ৫৪ জন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের জন্য চার থেকে পাঁচ হাজার টাকা করে নিলেও নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের কাজ সম্পন্ন করেননি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তাকে আটক করে।
এ বিষয়ে এক শিক্ষার্থী যোবায়ের বলেন, ‘ফরম পূরণ করার কথা বলে আগেই প্রায় ৫৪ জনের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু কাজ শেষ করেনি।’
মাস্টার্সের শিক্ষার্থী মাকসুদ বলেন, ‘ফরম পূরণের সময় শেষ হয়ে গেছে, অথচ যারা টাকা দিয়েছে তাদের কাজ সম্পন্ন হয়নি। তাই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে।’
ঘটনাস্থলে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রাম জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সংগঠনের নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আকাশকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ বলেন, ‘পরিস্থিতি শান্ত রয়েছে, আমরা সুষ্ঠু সমাধানের অপেক্ষায় আছি।’
এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
–জাহিদ খান, কুড়িগ্রাম
–ON/SMA