রায়পুরায় ঈমান আকিদা সংরক্ষণ পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

নরসিংদীর রায়পুরায় ‘রায়পুরা পূর্বাঞ্চল ঈমান আকিদা সংরক্ষণ পরিষদ’-এর কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহেষপুর ইউনিয়নের সূর্যের মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে রায়পুরার পূর্বাঞ্চলের চারটি ইউনিয়নের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ক্বারি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আঃ মোমেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তাফাজ্জল হক রবিন, অর্থ সম্পাদক মাওলানা এরশাদ উল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা মোবারক হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আমিনুল, দপ্তর সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া, শুরাহ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল, ঘাগটিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা কবির আহমেদ এবং শামসুল উলূম মাদ্রাসার মুহতামীম মাওলানা তাজুল ইসলাম।
বক্তারা বলেন, রায়পুরার পূর্বাঞ্চলের আলেম-ওলামা ও তৌহিদী জনতাকে নিয়ে ঈমানী দায়িত্ব পালনের লক্ষ্যে এই সংগঠন গঠন করা হয়েছে। সংগঠনের মূল উদ্দেশ্য হলো বিশুদ্ধ ইসলামি আকিদা সংরক্ষণ করা, কুফরি মতবাদ, বিদআত, অশ্লীলতা ও ধর্মবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করা, তৌহিদ ও সুন্নাহভিত্তিক ইসলামী শিক্ষা বিস্তার করা এবং আলেম-ওলামাদের নেতৃত্বে সমাজ সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করা। এছাড়া, যেকোনো ইসলামবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করাও সংগঠনের লক্ষ্য।
সংগঠনটির কার্যক্রম ইতোমধ্যে ১ শতাধিক সদস্যের কার্যকরী কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং প্রায় ৮-৯ শতাধিক সদস্য নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে সংগঠনের সদস্য সংখ্যা কয়েক হাজারে উন্নীত হবে।
বক্তারা আরও বলেন, ‘ধর্মবিরোধী কার্যকলাপ প্রতিহত করতে হবে। ঈমান-আকিদা সংরক্ষণ করা সময়ের দাবি। কুফরি মতবাদ, মাজার পূজার নামে অশ্লীল নাচ-গান বন্ধ করে ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’ তারা আরও উল্লেখ করেন, ‘৫ আগস্টের আগে কোনো ধর্মীয় সভা-সমাবেশ করা যেত না, কিন্তু এখন ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে।’
পরিচিতি সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
–হারুনুর রশিদ, রায়পুরা
–ON/SMA