ফেসবুকে আল্লাহকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করায় অন্তর মজুমদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এসআই কামরুল হাসানের নেতৃত্বে এএসআই মফিজুল ইসলাম সরকার ও আতিকুর রহমান কুমিল্লা সিটি করপোরেশনের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত অন্তর মজুমদার উপজেলার পিপলকরা গ্রামের বিধান মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট খেলায় একটি ফেসবুক পেজে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন অন্তর মজুমদার তার ফেসবুক আইডি থেকে মহান আল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। ওই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি উপলব্ধি করে অন্তর মজুমদার ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন।
তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং সোমবার শাহরাস্তি, ররুড়া ও লাকসাম এলাকার কিছু লোক অন্তরের বাড়িতে প্রবেশ করে একটি ঘর ভাঙচুর করে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘মহান আল্লাহকে নিয়ে ফেসবুক মন্তব্যের অভিযোগে অন্তর মজুমদারকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
–মো. মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA