পাংশা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার। প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. আবু দারদা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও পাংশা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ. কে. এম. মনোয়ারুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ এ.আর. মাহমুদুল হক রোজেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান রাজা এবং পাংশা সরকারি কলেজের সাবেক জীববিজ্ঞান বিভাগের শিক্ষক ফজলুর রহমানসহ অন্যান্য শিক্ষকগণ।
এসময় পাংশা সরকারি কলেজের ছাত্র-ছাত্রী, বিএনসিসি, স্কাউট সদস্য ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
–আল আমিন হোসেন, রাজবাড়ী
–ON/SMA