সাচারে ছাত্র শিবিরের উদ্যোগে ব্যতিক্রমী বই উৎসব

চাঁদপুরের কচুয়ার সাচারে ছাত্র শিবিরের উদ্যোগে সাহিত্য ও প্রকাশনা বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (তারিখ উল্লেখ করুন) উপজেলার ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
কচুয়া উত্তর অঞ্চলের ছাত্র শিবিরের সভাপতি তৌফিক ওমর ফাহিমের নেতৃত্বে এবং অন্যান্য সদস্যদের সহযোগিতায় এই বই উৎসব অনুষ্ঠিত হয়। এতে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বিভিন্ন সাহিত্য প্রকাশনা, বই, ক্যালেন্ডার ও প্লে-কার্ড প্রদর্শন করা হয়। উৎসবে স্থানীয় শিক্ষার্থী ও দর্শনার্থীরা অংশ নেন, স্টল পরিদর্শন করেন এবং বই ক্রয় করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য ও বই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ সময় কচুয়া উপজেলা উত্তর অঞ্চলের ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
— মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA