তুচ্ছ ঘটনার জেরে কচুয়ায় রাস্তা বন্ধ, অবরুদ্ধ একটি পরিবার

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামের সরদার বাড়িতে চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে একটি পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে। গত সাত দিন ধরে পরিবারটি বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে।
ভুক্তভোগী সাথী বেগম অভিযোগ করে জানান, তার স্বামী প্রবাসী মামুনুর রশিদ সৌদি আরবে থাকেন। তাদের দুই সন্তান রয়েছে। গত সাত দিন আগে বাড়ির সামনে পানি চলাচল নিয়ে তার দেবরবধূ রাজিয়া বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজিয়া বেগমের ছেলে মিরাজ হোসেন তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাথী বেগম আরও জানান, এ ঘটনার পর তার শ্বশুর সফিক পাটওয়ারী ও ননদ শিক্ষক সুমি আক্তারের নির্দেশনায় বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। তাদের বাড়িতে প্রবেশ করতে হলে অন্য বাড়িগুলোর পেছনের পথ ব্যবহার করতে হচ্ছে।
অভিযুক্ত শিক্ষক সুমি আক্তার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বাবার বাড়ি যাইনি। আমি ঘটনার দিন উপস্থিত ছিলাম না। আমাকে মিথ্যা ভাবে জড়ানো হচ্ছে।’ অপরদিকে, রাজিয়া বেগম ও তার ছেলে মিরাজ বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
অন্যদিকে, শ্বশুর সফিক পাটওয়ারী জানান, ‘দুই বউ মিলে ঝগড়া করেছে। কিন্তু আমার ছেলে বউ সাথী বেগম আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন। তাই বাড়ির সামনে বেড়া দিয়েছি। আগামী শুক্রবার সালিশ বৈঠকের মাধ্যমে এর সমাধান করা হবে।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লা বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া কখনোই কাম্য নয়।’
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, ‘এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
–মো: মাসুদ মিয়া,কচুয়া
–ON/SMA