কচুয়ায় সফিবাদ দরবার শরীফ মাদরাসা কমপ্লেক্সে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কচুয়ায় সফিবাদ দরবার শরীফ মাদরাসা কমপ্লেক্সে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কোরআন শিক্ষা কেন্দ্রের আয়োজন নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মাদরাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সফিবাদ দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার সভাপতি এবং জামেয়া আহমদিয়া সফিবাদ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুহাম্মদ সোলায়মান বিন কাসেম সাহেব।
অনুষ্ঠানে বক্তৃতা করেন আব্দুল গণি মাস্টার, আব্দুল মবিন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, মাদরাসার মুদির মাওলানা জিসান শরীফ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা যাকারিয়া বখতিয়ার সহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, সেকান্দর মোল্লা, ইসমাইল খন্দকার, আব্দুস সাত্তার, মালয়েশিয়া প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন, আব্দুল কুদ্দুস মোল্লা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়া, রমজান মাস ব্যাপী দারুল কিরাত লতিফিয়া ফুলতলী টাস্ট অনুমোদিত সফিবাদ দরবার শরীফে কেরাত শিক্ষা কেন্দ্রে সহীহ কুরআন শিক্ষা কোর্স ও দারসে বুখারী শিক্ষার আয়োজন করা হয়েছে।
–মোঃ মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA