ছেলের প্রাইভেট পড়ানোর ঘরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসিনা বেওয়া (৭১) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসিনা বেওয়া ওই গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনা বেওয়ার পরিবারে কোনো অশান্তি বা কলহ ছিল না। ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে তিনি সুখেই দিন কাটাচ্ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার সকালে পরিবারের সবার অজান্তে তিনি ছেলের প্রাইভেট পড়ানোর টিনসেট ঘরে ঢুকে যান। সেখানে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকাল সাড়ে ৮টার দিকে তার ছেলে শিক্ষার্থীদের পড়াতে ঘরে ঢুকে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি মামুনুর রশীদ বলেন, ‘নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই প্রমাণিত হয়েছে।’ এ ঘটনায় নিহতের ছেলে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
বৃদ্ধার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
–জাহিদ খান, কুড়িগ্রাম
–ON/SMA