রাগদৈল শিশু একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো আয়োজন

চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল শিশু একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে একাডেমীর মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. আরিফুল ইসলাম। একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসান সৌরভের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জিসান আহমেদ নান্নু, সমাজসেবক মো. ইলিয়াস, মো. বাকির হোসেন প্রমুখ।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় একাডেমীর অভিভাবক সদস্য ফেরদৌসি আক্তার, নাদিয়া আক্তার মনি, তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক আবু বকর সোহাগ, ফাতেমা আক্তার, জান্নাত আক্তার, মারিয়া আক্তারসহ একাডেমীর অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত রাগদৈল শিশু একাডেমী শিক্ষার পাশাপাশি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। একাডেমীর কর্তৃপক্ষ ভবিষ্যতে এই সাফল্য ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
— মো. মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA