রায়পুরায় মসলা চাষে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে ৬০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।
শ্রীরামপুর কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ কর্মশালায় কৃষকদের মসলার উন্নত জাত, আধুনিক চাষ পদ্ধতি এবং ফলন বৃদ্ধির কৌশল শেখানো হয়। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সব্রত ক্লান্তি দত্ত ও সালাহ উদ্দিন টিপু। এছাড়াও, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আবুবকর ছিদ্দিকী প্রশিক্ষণে দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা মসলার আধুনিক প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা পাবেন এবং উৎপাদন বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।
–হারুনূর রশিদ, রায়পুরা
–ON/SMA