নড়িয়ায় নৌ পুলিশের অভিযানে পদ্মা নদীতে বালু কাটারসহ ৩ জন আটক

নড়িয়ার সুরেশ্বর নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল জলিলের নেতৃত্বে এসআই মোমেন ভূঁইয়াসহ নৌ পুলিশ সদস্যরা পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি কাটারসহ তিনজনকে আটক করেছেন।
আটককৃতরা হলেন চর নড়িয়ার জুয়েল মোল্লা, শুভগ্রামের রাজু শেখ এবং চাঁদপুরের মহিবুল্লাহ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সুরেশ্বর নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল জলিল বলেন, ‘গোপন সূত্রে জানতে পারি, রাতের আঁধারে নড়িয়া সুরেশ্বর এলাকার পদ্মা নদীতে একটি চক্র কাটার দিয়ে নদী কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে। আমাদের নৌ পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নদীতে কোনো অনিয়ম বা অবৈধ কাজ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সুরেশ্বর নৌ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পদ্মা নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি জাটকা ইলিশ শিকারকারীদের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’
— মোঃ জামাল হোসেন, নড়িয়া
–ON/SMA