নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. সোহেল খান (৩২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল দপদপিয়া ইউনিয়নের গোহাইলকাঠি গ্রামের মুনসুর আলী খানের ছেলে এবং সুগন্ধা অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হন সোহেল। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল নৌ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
সুগন্ধা অটো রাইস মিলের লেবার সরদার মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিহত সোহেল খান দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গোসলের সময় তার মৃগীর উপসর্গ দেখা দিলে তিনি অচেতন হয়ে নদীতে তলিয়ে যান।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
— মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA