কচুয়ায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা

কচুয়ায় তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক মোড়ক উন্মেচন করে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
চাঁদপুরের কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা। এতে দেশবরেণ্য ও স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাওকাত হোসেন সুমন, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী কামারুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।
–মো. মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA