শরীয়তপুরে বিএনপির সমাবেশ: মূল্যবৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে শরীয়তপুর জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শরীয়তপুর পৌরসভা মাঠে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন। এতে আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, তাহমিনা আওরঙ্গ, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বিগত ১৭ বছর যারা মাঠে থেকে রাজনীতি করেছেন, শুধু তাদেরই মূল্যায়ন করা হবে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন দিতে দেওয়া হবে না।’
সমাবেশে নেতারা বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
–মোঃ জামাল হোসেন, শরীয়তপুর
–ON/SMA