গাইবান্ধায় প্রকাশ্যে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে দুর্বৃত্তদের হামলায় মো. আব্দুল্লাহ আল মামুন মন্ডল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের মরদেহ নিয়ে স্থানীয় জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে। তিনি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তবে পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি বিপিএলের সিলেট দলের নেট ফাস্ট বোলার হিসেবে খেলতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে মামুন ধাপেরহাট জামদানি সড়কে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে তার মরদেহ ধাপেরহাটে নিয়ে আসা হলে বিক্ষুব্ধ জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, ‘ঘটনার পরপরই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তারা সরে যান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’
নিহতের বাবা আব্দুল মান্নান মন্ডল এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
–মাসুম পারভেজ, গাইবান্ধা
–ON/SMA