রায়পুরায় কৃষক গ্রুপ গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক গ্রুপ গঠন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই ইউনিয়নের দেড় শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, কৃষি ও কৃষকদের স্বার্থ সুরক্ষায় প্রতিটি কৃষক গ্রুপ ৩০ সদস্য বিশিষ্ট হবে, যার মধ্যে ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী থাকবেন। গ্রুপের সদস্যরা নিজেদের জমানো টাকা ব্যবহার করে স্বাবলম্বী হবেন এবং তাদের এক বছরের জমানো টাকার সমপরিমাণ অর্থ ব্র্যাক ব্যাংকের তহবিল থেকে প্রদান করা হবে। এর ফলে কৃষকরা সমন্বিত চাষাবাদ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষিক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন।
অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার উপপরিচালক (প্রশাসন) কৃষিবিদ ড. মুহাম্মাদ মাহবুবুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি, ঢাকার উপপ্রধান (প্রকল্প প্রস্তুতকরণ) পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের অতিরিক্ত উপপরিচালক (পিএস টু ডিজি) সাদেকুর রহমান, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ জহিরুল হক ও কৃষিবিদ মোঃ হাদিউর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পিআরএল) কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস। এছাড়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা সভায় বক্তব্য দেন।
উক্ত সভার সার্বিক সহযোগিতায় ছিল ব্র্যাক ব্যাংক।
হারুনূর রশিদ, নরসিংদী
ON/SMA