জলঢাকায় সহায়-সম্বলহীন মিজানুর পেলেন উপজেলা প্রশাসনের উপহার ঘর

নীলফামারীর জলঢাকায় অসহায় দরিদ্র মিজানুর রহমানের জন্য একটি ঘর তৈরি করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদ ইমরুল মুজাক্কিন। জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের অর্থায়নে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের এই দরিদ্র ব্যক্তিকে পূর্ণাঙ্গ একটি ঘর প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে মিজানুরের হাতে ঘরটি হস্তান্তর করেন ইউএনও। জানা যায়, দীর্ঘদিন আর্থিক অসচ্ছলতার মধ্যে দিন কাটাচ্ছিলেন মিজানুর। এর মধ্যেই ঝড়ে ভেঙে পড়ে তার একমাত্র থাকার ঘরটি। ফলে তীব্র শীতে খোলা আকাশের নিচে দিনযাপন করছিলেন তিনি।
এমন কঠিন পরিস্থিতির কথা জানতে পেরে স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘আলোর সন্ধানী ফাউন্ডেশন’ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে। পোস্টটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি পরদিনই মিজানুরের বাড়িতে যান এবং তাকে একটি পূর্ণাঙ্গ ঘর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের অর্থে তার জন্য ঘরটি তৈরি করা হয়।
নতুন ঘর পেয়ে মিজানুর রহমান অত্যন্ত আনন্দিত। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে থাকার জন্য একটি ঘর দিয়েছেন, যা আমার জন্য আশীর্বাদস্বরূপ।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ‘সমাজসেবা অধিদপ্তর প্রকৃত দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের সহায়তা দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় মিজানুরকে এই ঘর দেওয়া হয়েছে। আশা করি এটি তার অনেক উপকারে আসবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ ইমরুল মুজাক্কিন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানুরের অবস্থা জানতে পেরে আমরা তার সাথে যোগাযোগ করি। যাচাই-বাছাই শেষে তাকে একটি ঘর দেওয়ার সিদ্ধান্ত নেই এবং পরবর্তীতে এটি বাস্তবায়ন করতে সক্ষম হই।’
ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান, আলোর সন্ধানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
–মাজেদুল ইসলাম স্বপন, নীলফামারীর
ON/SMA