বানারীপাড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত

বানারীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর এবং উপজেলা ছাত্র প্রতিনিধি মো. সাব্বির হোসেন।
উৎসবে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট), বানারীপাড়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাই বিপ্লব’ বিষয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কুইজ পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
–সাব্বির হোসেন, বানারীপাড়া
ON/SMA