ব্রহ্মপুত্র নদে আবারও নৌকায় ডাকাতি, পুলিশের সামনেই লুটপাট

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে রাজীবপুর-চিলমারী নৌরুটে ১০ দিনের ব্যবধানে আবারও নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১টার দিকে চিলমারী উপজেলার কড়াইবরিশাল খেয়াঘাটের কাছে নৌ পুলিশের সামনে দুটি নৌকায় ডাকাত দল হামলা চালিয়ে কয়েক লাখ টাকা লুট করে নেয়।
ভুক্তভোগী যাত্রী ও চিলমারী বন্দর রমনা নৌঘাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজীবপুর উপজেলার কোদালকাটি ও পাখিউড়া থেকে চিলমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা দুটি নৌকা কড়াইবরিশাল খেয়াঘাটের পশ্চিম-দক্ষিণ পাশে পৌঁছালে এক দল ডাকাত ট্রলার নিয়ে নৌকা দুটির গতি রোধ করে। এরপর তারা যাত্রী ও গরু ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয়।
ডাকাতেরা নৌকায় উঠে মালামাল ও নগদ টাকা লুট করার সময় গুলি ছোড়ে এবং পরে দ্রুত পালিয়ে যায়। এ সময় খেয়াঘাটে চিলমারী থানার কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাঁরা কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গত ২৯ জানুয়ারি কড়াইবরিশাল এলাকায় এবং ২১ ডিসেম্বর চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দুই শ বিঘার চরের কাছে ব্রহ্মপুত্র নদে ডাকাতির ঘটনা ঘটে।
স্বাধীন মিয়া, কুড়িগ্রাম
ON/SMA