৪১ বছরের শিক্ষকতা শেষে কচুয়ায় সহকারী অধ্যাপক শহীদুল্লাহ’র রাজকীয় বিদায় সংবর্ধনা

দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর নিলেন রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ। তিনি ১৯৮৪ সালে এ মাদ্রাসায় যোগদান করেন এবং আজ অবসর নিলেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ও সহকর্মীরা তাঁকে বিদায় জানাতে এক ঐতিহাসিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার মাদ্রাসার আয়োজনে ওই শিক্ষকের অবসর উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুস্তম আলী সরকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষক শহীদুল্লাহকে ফুল দিয়ে বরণ করে এবং গাড়িতে তুলে স্কুলে নিয়ে আসেন। এরপর মঞ্চে তাঁকে সংবর্ধনা দেয়া হয়।
বিদায়ী শিক্ষক শহীদুল্লাহ তাঁর জীবনের নানা মুহূর্তের স্মৃতিচারণ করেন, এবং শিক্ষার্থীরা তাঁর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকতার প্রতি তার অঙ্গীকারের কথা স্মরণ করেন। মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, প্রভাষক মাওলানা রমজান আলী, সহকারী মৌলভী নাছির উল্যাহসহ অনেকেই এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শিক্ষকরা বলেন, ‘স্যারের শূন্যতা কখনো পূর্ণ হবে না। তিনি আমাদের শিক্ষকতা জীবনের আদর্শ ছিলেন। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে সময়ের যথাযথ ব্যবহারের শিক্ষা।’
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আরিফ বিল্লাহ, শিক্ষানুরাগী ডা. আরিফ হোসেন, সহকারী অধ্যাপক মহসিন উদ্দিন ইকবাল, সিনিয়র সহকারী মৌলভী আবুল হোসেন, শিক্ষক হিমেল আহমেদ, ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আলীম, সানজিদা আক্তার, আলিম শিক্ষার্থী সোনিয়া আক্তার, দাখিল পরীক্ষার্থী ইমাম হোসেন প্রমুখ।
–মো: মাসুদ রানা, কচুয়ায়
–ON/SMA