নোবিপ্রবিতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখা কর্তৃক ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (তারিখ উল্লেখ করা হয়নি) এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবি জানানো হয়।
সংগঠনটির নেতারা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বেড়ে চলেছে। তারা দাবি করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
এই কর্মসূচির মাধ্যমে তারা শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধের আহ্বান জানান এবং বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
মোঃ আকবর, নোয়াখালী
ON/SMA